এটিএম বুথ স্থাপনে উচ্ছ্বসিত ইবি পরিবার
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৬:৪২ PM , আপডেট: ০৫ মে ২০১৯, ০৮:০০ PM
ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে ক্যাম্পাসের অভ্যন্তরে অগ্রণী ব্যাংকের এ বুথের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধায়নে স্থাপিত বুথের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অগ্রণী ব্যাংকের ডিজিএম ও কুষ্টিয়া অঞ্চলের প্রধান ওয়াহিদুল ইসলাম, ব্যাংকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান প্রমুখ।
অগ্রণী ব্যাংকের ডিজিএম ও কুষ্টিয়া অঞ্চলের প্রধান ওয়াহিদুল ইসলাম জানান, ‘আমরা ইবি শাখায় অত্যন্ত সুন্দর এবং অত্যাধুনিক এটিএম বুথ স্থাপন করেছি। এতে গ্রাহকরা কোন প্রকার ভোগান্তি ছাড়াই সহজে টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।’
এদিকে প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের অভ্যন্তরে এই প্রথম কোন বুথ স্থাপন করায় আনন্দ প্রকাশ করেছেন শিক্ষক-কর্মকর্তারা। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল এটি। বর্তামান প্রশাসনের আমলে তা বাস্তবায়িত হওয়ায় আমরা সবাই আনন্দিত।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রাসঙ্গিকতায় ক্যাম্পাসে এ ধরণের উদ্যোগকে আমি স্বাগত জানায়।’