দুটি করে সাবজেক্ট খোলার অনুমোদন পেতে পারে নওগাঁ ও বগুড়া বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ
অধ্যাপক ড. এস এম এ ফায়েজ  © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন ‘নতুন বিশেষ করে নওগাঁ এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিশ্ববিদ্যালয়গুলোকে দুটি করে সাবজেক্ট খোলার অনুমতি দেওয়া হতে পারে। যদি তাদের এ অনুমতি দেওয়া হয় তাহলে অবশ্যই তারা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে আনার চেষ্টা চলছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে চ্যালেঞ্জ আসবেই। চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। বিষয়টি নিয়ে কিছুটা কাজ হয়েছে। যিনি আহবায়ক (কনভেনার) আছেন, তিনি গুচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাবেন। সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসি মিলে পরিস্থিতি মোকাবিলা করব।’

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা কবে হবে জানতে চাইলে অধ্যাপক ফায়েজ আরও বলেন, ‘এ সংক্রান্ত কমিটি আছে। তারা জানে, এটি কোন সময়ে করতে হবে। তাদের যোগাযোগ আছে আমাদের সঙ্গে।’ নওগা ও বগুড়ার মতো নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়েও আমরা অগ্রসর হচ্ছি। হয়তো তাদের দুটো করে সাবজেক্ট থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তারা গুচ্ছে আসবে।’

জানা গেছে, কয়েক বছর ধরে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। তবে বুয়েট, মেডিকেল, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ফেব্রুয়ারির আগেই আলাদা পরীক্ষা নিতে চাইলে নির্বাচনের আগে গুচ্ছগুলো আর সময় পাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পর তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানের পরীক্ষাও পরে হতে পারে।


সর্বশেষ সংবাদ