বিতর্কে অংশগ্রহণ করাটা একটি শিল্প: ইবি উপাচার্য
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘বিতর্কে অংশগ্রহণ করে নিজেকে উপস্থাপনা করাটা একটি শৈল্পিকতা এবং শ্রেষ্ঠ একটি শিল্প। এটি কেবল মাত্র জানার পরিধিকেই বাড়ায় না, পাশাপাশি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসাবে গড়ে তোলে।’
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) আয়োজনে ‘বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও বুদ্ধিমান। ঠিক তেমনি একজন ভাল বিতার্কিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে হলে তার কাছেও বেশি বেশি তথ্যের ভাণ্ডার থাকতে হবে।’
এসময় তিনি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরো বেশি বেগবান ও গতিশীল করার জন্য এ ধরণের অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করার পরামর্শ দেন। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটির যাবতীয় সহযোগীতারও আশ্বাস দেন উপাচার্য।
‘এসো যুক্তির চোখে বিশ্ব দেখি’ এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জ্যেষ্ঠ সদস্য ইমরান শুভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তথ্য সমৃদ্ধ সঠিক যুক্তি দিয়ে তোমরা তোমাদের মেধাকে শাণিত করবে এবং সমাজের বুকে বিবেকবান ও প্রগতিবাদী মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।’
বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদাৎ হোসেন নিশান ও সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তা হিসেবে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং প্রশিক্ষক হিসেবে নিউজ অ্যান্ড কার্টাস এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন।