‘জুলাই অভ্যূত্থানে’ সারাদেশে কুবিসাসের অবদান অন্যতম: পিআইবি মহাপরিচালক

ফারুক ওয়াসিফ
ফারুক ওয়াসিফ  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের আয়োজিত বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সারাদেশে ক্যাম্পাস সাংবাদিকদের যে সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার মধ্যে কুবিসাস অন্যতম।’

বুধবার (৬ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত তিনদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলি, সভাপ্রধান হিসেবে থাকেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান এবং অর্থ সম্পাদক আবু শামা।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সারাদেশের আন্দোলনে কুবিসাসের অবদান অনন্য। জুলাই অভ্যুত্থানে সারাদেশে ক্যাম্পাস সাংবাদিকদের যে সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার মধ্যে কুবিসাস অন্যতম। তারা যেকোনো সংগ্রামে ন্যায়ের পথে লড়েছে এবং ঢাল হয়ে থেকেছে। এই অবস্থান যেন নষ্ট না হয় এবং সাংবাদিক মানেই বিশেষ সুবিধাভোগী-এ ধারণা যেন আর না ফেরে।’

এছাড়াও তিনি গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ‘সৎ সাংবাদিকরাই পারে ভালো দেশ গড়তে। এজন্য সেল্ফ লার্নিং জরুরি, কার লেখা বা শিরোনাম ভালো তা দেখে শেখা ও পড়াশোনা চালিয়ে যাওয়া প্রয়োজন। একজনের রিপোর্টিংয়ের এঙ্গেল অন্যজনের চেয়ে ভিন্ন হতে পারে, তবে সেটাই আসল পরিচয় নির্ধারণ করে না। রবার্ট ও অরুন্ধতী রায়ের মতো লেখকদের অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, প্রশিক্ষণ সঠিকভাবে কাজে না লাগালে তা হারিয়ে যাবে।’

সমাপনী অনুষ্ঠানে কুবিসাসের সভাপতি সাঈদ হাসান বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের সাংবাদিকদেরকে জার্নালিজমের হাতেখড়ি শিক্ষা দিয়েছে এবং তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার প্র‍্যাক্টিক্যাল শিক্ষা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)- এর প্রতি এবং মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক শিক্ষা, মজো জার্নালিজম এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence