প্রশাসনকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি ইবি ছাত্রদলের 

০৫ আগস্ট ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ © টিডিসি ফটো

জুলাই অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ন্যূনতম কোন ব্যবস্থা না নেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। আগামী এক সপ্তাহের মধ্যে ন্যূনতম কোন ব্যবস্থা না নিলে প্রশাসনকে লাল কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রশাসনের প্রতি ক্ষোভ ঝেড়ে ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‌‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে জুলাই বিপ্লবের বিরুদ্ধে থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেখানে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না তার কৈফিয়ত আমাদের দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আজকে জুলাই স্মৃতি পাঠাগার, জুলাই স্মৃতি সংগ্রহশালার জন্য কি পদক্ষেপ নিয়েছে সেই জবাবদিহি করতে হবে। এক সপ্তাহের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের মিনিমাম শোকজ করতে হবে। নইলে একসপ্তাহ পরে আমরা প্রশাসনকে লাল কার্ড দেখাব। এখন প্রশাসন লাল কার্ড দেখবে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেটা তাদের সিদ্ধান্ত।’ 

তিনি আরও বলেন, ‘সাবেক প্রক্টর আজাদ ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়ে যাচ্ছে, প্রশাসন কারণ দেখাচ্ছে এটি অ্যাকাডেমিক ব্যাপার। এটি যদি অ্যাকাডেমিক ব্যাপার হয় তাহলে আপনি নকীব মোহাম্মদ নসরুল্লাহ ভিসি হয়েছেন কেন, আপনি এয়াকুব আলী প্রো-ভিসি হয়েছেন কেন, আপনি জাহাঙ্গীর আলম ট্রেজারার এবং আপনি শাহীনুজ্জামান প্রক্টর হয়েছেন কেন? আপনারা এতদিন কী করেছেন, আপনাদের তদন্ত কমিটি কী ব্যবস্থা নিয়েছে তা আজকে বলে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আওয়ামী ফ্যাসিস্ট এর কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে।’

এদিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, জিয়া পরিষদ, গ্রিন ফোরামের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?
  • ২১ জানুয়ারি ২০২৬
৮ ক্যাটাগরিতে দেশসেরা ঢাবি-নর্থ সাউথের সঙ্গে আরও সাত বিশ্বব…
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনে সুপারিশে সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ নেতারা, প্রতিক্রি…
  • ২১ জানুয়ারি ২০২৬