নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধস, ইউজিসির তদন্ত কমিটির পরিদর্শন

তদন্ত কমিটির পরিদর্শন
তদন্ত কমিটির পরিদর্শন  © টিডিসি ফটো

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ১০ তলা ছাত্র হল ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে পরিদর্শনে আসে ইউজিসির ৪ সদস্যের তদন্ত কমিটি।

রবিবার (৩ আগস্ট) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক প্রকৌশলী তানভির মোরশেদ, সদস্য অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা ও সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন নির্মাণাধীন ভবনটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। 

এ সময় তারা বেইজে খুঁটির পরিমাণ, খুঁটির মাঝখানের দূরত্ব, নকশার সাথে কাজের সামঞ্জস্যতা, খুঁটিতে লোহার পরিবর্তে বাঁশের ব্যবহার ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করেন। পরিদর্শন চলাকালীন সময়েই প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারের মাঝে একে অন্যের উপর দায় চাপানোর প্রবণতা লক্ষ করা যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে এখানে পর্যাপ্ত খুঁটি ব্যবহার করা হয়নি বলে আশঙ্কা করছি। এ ছাড়া বাঁশের ব্যবহার নিয়ম বহির্ভূত। ঢালাইয়ের কাজ শুরু করার জন্য যেসব ক্লিয়ারেন্সের দরকার হয় সে বিষয়গুলো আমরা দেখতে পাইনি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সঙ্গে সংযুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জন নির্মাণশ্রমিক আহত হন। তাদের মধ্যে ৮ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ঘটনার দিনই প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য-সচিব করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ