নজরুল বিশ্ববিদ্যালয়ে কাল থেকে চূড়ান্ত ভর্তি শুরু, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

০২ আগস্ট ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এরই অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা নির্দেশনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত থেকে নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় ঐদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা যেসকল শিক্ষার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা আছে তাদের সেগুলো উত্তোলন করে নিজ বিভাগে জমা দিয়ে দিতে হবে এবং যাদের মূল নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

এরপর শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং অগ্নিবীণা হলের জন্য সেই হল থেকে হল সংযুক্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর উভয় ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়, হল ও বিভাগ সংশ্লিষ্ট ফি অনলাইনে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি নির্ধারিত ব্যাংক থেকে প্রদান করে রশিদ সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বাকি ৮৪৪০ টাকা দিতে হবে। উক্ত বিভাগসমূহে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত-নিহতের পরিবারের সদস্যরা ৭৯০ টাকা প্রদান করবে। অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ৮১৯০ টাকা প্রদান করবে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত-নিহতের পরিবারের সদস্যরা মাত্র ৫৪০ টাকা প্রদান করবে। এছাড়া বিভাগ বাবদ ২০০০ টাকা ও হল বাবদ ১১৫০ টাকা প্রদান করে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে।

এরপর মূল ফরম পূরণ করে ব্যাংক রশিদ প্রদান করে ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। পরে নিজ অনুষদীয় ডিনের স্বাক্ষর নিতে হবে। এরপর হল ফি প্রদানের রশিদ ও সংযুক্তির আবেদন জমা দিয়ে মূল ফরমে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি এবং জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে।

উল্লিখিত সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি ফরম, ব্যাংক রশিদ, মূল নম্বরপত্র দুটির ফটোকপি, ১ কপি রঙিন ছবি, জিএসটি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে। কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে পরবর্তীতে যদি কোনো ভর্তি-সংক্রান্ত দলিল (যেমন: সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র) ভুয়া বা জাল প্রমাণিত হয়, তবে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অথবা গুচ্ছ ভর্তি ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

১০ হাজারের বেশি প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য
  • ১৫ জানুয়ারি ২০২৬
মানুষের বিচার করবে এআই! যা বলছেন বিশেষজ্ঞরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ইসলামী আন্দোলনের সমঝোতার জট কাটছে না, রাজনীতিতে দুই…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মাস্টারমাইন্ড জাবেদ পাটোয়ারি, বাস্তবায়নকারী টি এম জুবায়ের
  • ১৫ জানুয়ারি ২০২৬
কোপা দেল রে থেকে মাদ্রিদের বিদায়: আরবেলোয়ার বিষাদময় অভিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9