আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবির তমা

১২ এপ্রিল ২০১৯, ০৮:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী টি এ তমা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী টি এ তমা। © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন ২০১৯ এ মেয়েদের একক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী টি এ তমা। শুক্রবার বেলা ১২টায় টুর্নামেন্টের অন্যতম ইভেন্ট মেয়েদের একক এ ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্ধিতা করে। এতে ইবির প্রতিনিধিত্ব করেন তমা এবং যবিপ্রবির ক্যামেলিয়া।

খেলার পয়েন্ট তালিকায় যখন ইবির ১৬ এবং যবিপ্রবির ১, তখন যবিপ্রবির খেলোয়াড় ক্যামেলিয়া মাঠে পড়ে পায়ে আঘাত পান। এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

পরে যবিপ্রবি ম্যাচে হার স্বীকার করে নিয়ে খেলায় ওয়াক ওভার দিয়ে দিলে নির্ধারিত সময়ের পূর্বেই খেলাটি শেষ হয়। এসময় যবিপ্রবি থেকে ১৫ পয়েন্টে ইবি এগিয়ে থাকায় তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘নানা প্রতিকূলতা সত্বেও আমাদের ক্রীড়াঙ্গন দুর্বার গতিতে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। যার আবারও প্রমাণ দিয়েছে তমা। এখন আমাদের লেখাপড়া, খেলাধুলাসহ সবকিছুতে শুধু সামনে এগিয়ে যাবার পালা। আমরা শুদ্ধ ক্রীড়া চর্চার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত একটি বিশ্ববিদ্যালয় গড়তে বদ্ধপরিকর।’

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬