ফেসবুকে আপত্তিকর পোস্ট, ইবি উপ-উপাচার্যের থানায় জিডি

আপত্তিকর পোস্টের স্ক্রিনশট
আপত্তিকর পোস্টের স্ক্রিনশট  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান থানায় সাধারণ ডায়েরি ও আরজি দায়ের করেছেন। বৃহস্পতিবার ইবি থানায় মুজিবুর রহমান নামের ফেসবুক আইডির স্বত্বাধিকারের বিরুদ্ধে এ সাধারণ ডায়েরি ও আরজি দায়ের করেন তিনি।

ইবি থানা সূত্রে জানা যায়, গত বুধবার মুজিবুর রহমান নামের এক ফেসবুক একাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে উদ্দেশ্য করে সম্মানহানীকর ও তার অর্থের উৎস নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরে বিষয়টি সবার নজরে আসলে ওই একাউন্টটি ডিএ্যাক্টিভ (অকার্যকর) করে দেওয়া হয়।

ফেসবুকের ওই স্ট্যাটাসের স্ক্রিনশট থেকে জানা যায়, মুজিবুর রহমান নামের এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে ‘ইবি প্রোভিসির বাসায় চলছে রমরমা ব্যবসা!’ এই শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট করেন। এরপর ওই স্ট্যাটাসের বিষয়টি নিয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি ও আরজি দায়ের করে উপ-উপাচার্য। এর আগেও ওই আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের পদধারী বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে এমন অরুচিপূর্ণ এবং অশালীন স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানা যায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) ও আরজি দায়ের করা হয়েছে। জিডি নম্বর- ২০৫। আমরা আরজিসহ ওই স্ট্যাটাসের স্ক্রিনশটের কপি সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর নিকট পাঠিয়েছি। তারা তদন্ত করে রিপোর্ট প্রদান করলে ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, একটা ফেক (ভুয়া) আইডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার করেছে। যেটি অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। শুধু আমি নই, বিভিন্ন সময় ভিসি মহোদয়সহ সাবেক প্রক্টরের বিরুদ্ধেও এ ধরণের মিথ্যাচার করা হয়েছে। এরই প্রেক্ষিতে থানায় জিডি করেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence