উৎকোচ নেয়ার অভিযোগে ইবি কর্মকর্তা বহিষ্কার

১৪ মার্চ ২০১৯, ১২:২৫ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীর কাছ থেকে উৎকোচ নেয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোক্তার হোসেন নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শাখা কর্মকর্তা বলে জানা গেছে। আজ বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) শিক্ষার্থী নেয়ামুল কবির (রোল নং-৪২১৫৪) একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে যান। এসময় মোক্তার হোসেন ওই শিক্ষার্থীর কাছ থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য ৫০০ টাকা উৎকোচ গ্রহন করেন।

এরপর বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরে পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলে প্রশাসন এই ঘটনার প্রাথমিক সত্যতা পান।

এরপর প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি-৩(ডি) ধারার অধীন অপরাধ সংগঠনের দায়ে মোক্তার হোসেনকে সাময়িক বহিষ্কার করেন। একইসাথে বিষয়টি অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহবায়ক করে ওই কমিটিতে প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্টার মো. আহসানুল হককে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬