জাকসু নির্বাচন না হওয়ার দায় শিক্ষার্থীদের!
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৯ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২১ PM
অভিনব এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। যার শিরোনাম- জাকসু নির্বাচন না হওয়ার দায় শিক্ষার্থীদের! রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা খোলা প্রাঙ্গণে অভিনব এই বিতর্ক শুরু হয়। যাতে জাকসু নির্বাচন না হওয়ার পেছনের প্রকৃতপক্ষে দায়ী কে- সে বিষয়ে তর্ক-বিতর্ক চলে।
বিতর্কে ‘এই সংসদ মনে করে, জাকসু নির্বাচন না হওয়ার দায় শিক্ষার্থীদের’ প্রস্তাবটির পক্ষে অর্থাৎ সরকারি দল হয়ে বিতর্ক করেন তাজরীন ইসলাম তন্বী, নাজিউল ইসলাম শোভন এবং সোহানুর রহমান। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে বিরোধী দল হিসেবে বিতর্ক করেন ফারহান সাকিব, সাইমুম মৌসুমি বৃষ্টি এবং মারুফ মোজাম্মেল। এতে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জেইউডিও সভাপতি ফয়সাল মাহমুদ শান্ত।
বিতার্কিকরা বলেন, ‘এতদিন জাকসু না হওয়ার পেছনে আসলে দায়ভার কার? বিশ্ববিদ্যালয় প্রশাসনের না-কি শিক্ষার্থীদের? এমন সব প্রশ্ন উত্থাপন আর সমাধানের মাধ্যমে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল ব্যতিক্রমী এই আয়োজনের মূল লক্ষ্য’।
বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি প্লাবন তারিক, ছাত্রলীগ জাবি শাখার সভাপতি মো. জুয়েল রানা, ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।