সরকারি তিতুমীর কলেজ
ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে
- তিতুমীর কলেজ কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার বিরুদ্ধে। আজ বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কলেজের মূল ফটকের সামনে শাকিল চত্বরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে আমার ওপর হামলা হয়েছে। কারণ আমি উনাকে দেখে সালাম দিতাম, ভালো খবর জিজ্ঞেস করতাম, তাই উনি ভেবে নিয়েছে আমি উনার কোরামের।
এখন উনি আমার ওপর হামলা করেছে, আমি কেন শহিদুল ভাইয়ের সাথে চলি। কেন আমি তার সাথে যাই না, তাই আমার উপর উনি পোলাপান পাঠিয়ে হামলা করেছে। আমার হাতের ওপর অনেকগুলো কিল-ঘুষি দিয়েছে। আমার হাত এখনো অবস হয়ে আছে।
প্রত্যক্ষদর্শী শরিফুল হোসাইন জানান, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউন শেষে শাকিল চত্বরে আসলে, ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার নির্দেশে তার অনুসারী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদের নেতৃত্বে, যুগ্ম আহ্বায়ক সোহাগ রানা শুভ, আহ্বায়ক কমিটির সদস্য রাকিব হাসান, মো. রেজাউল করিম, শহীদ মামুন হলের ১ নম্বর সহসভাপতি রকুনুজ্জামান রাকিব, আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি মোহাম্মদ ত্ব-হা আকন্দ, শহীদ মামুন হলের সভাপতি আফ্রিদি খন্দকার ভুক্তভোগীর ওপর হামলা করে। জাহাঙ্গীর সদস্যসচিব সেলিম রেজার রাজনীতিতে অংশ না নেওয়ার কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘এই রকম কোন ঘটনাই ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ, সব কিছুই মিথ্যা।’