ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন

  © টিডিসি ফটো

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আজ ২ মে (শুক্রবার) দেশব্যাপী একযোগে মোট ২০টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক (বি) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ঘড়ি, ব্যাগ, বই ইত্যাদি সংরক্ষণে রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজে এগিয়ে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা-উপজেলা ও বিভাগ ভিত্তিক অ্যাসোসিয়েশন এবং ক্রিয়াশীল সংগঠনগুলো।

সরেজমিনে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। দাবদাহের কারণে এক ঘণ্টা আগেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে ভর্তিচ্ছুদের। এসময় বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় গেইট এবং বিশ্ববিদ্যালয়ের ভিতর সহায়তা কেন্দ্র স্থাপন করে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভাগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। যেখানে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা মোবাইল-ঘড়ি-ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে বিনামূল্যে নিজেদের তত্ত্বাবধানে রাখে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে সংগঠনগুলো।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট।

জামালপুর জেলার ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তৌফিক হাসান বলেন, জামালপুর এবং আশেপাশের অঞ্চল থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের স্টলে রাখা হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

টাঙ্গাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, আমরা শুধু টাঙ্গাইলের শিক্ষার্থীদের জন্য নয় বরং সকল জেলার শিক্ষার্থীদের সহায়তার জন্য স্টল স্থাপন করেছি। আমরা তাদের বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি ব্যাগ ও ডিভাইস সংরক্ষণ করেছি।

রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি যায়িদ সাদ জানান, রংপুর থেকে ময়মনসিংহে তেমন পরীক্ষার্থী না আসলেও আমাদের স্টল দেয়ার উদ্দেশ্য ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে রংপুরের একটা বড় অংশ রয়েছে তা জানানো। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। অভিভাবকদের বসার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের ব্যাগ ও ডিভাইস সংগ্রহ করা আমাদের মূল কার্যক্রম ছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence