আবাসন ভাতার দাবিতে জবিতে লিফলেট বিতরণ কর্মসূচি
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ PM

আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এর আগে সোমবার (২১ এপ্রিল) আন্দোলনকারী শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিসমূহ হল— বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি ও ৭০% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্তি, আগামী ১৫ দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস এবং হাবিবুর রহমান ও বাণী ভবনের দৃশ্যমান নির্মাণকাজ শুরু করা, দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশাসন কর্তৃক উপস্থাপন করা।
এরপর তিন দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন। সেই কর্মসূচিতে আজ মঙ্গলবার লিফলেট বিতরণ অন্তর্ভুক্ত ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘তিন দফা দাবি আদায়ে আমরা আমাদের আন্দোলন চলমান রাখব। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা লিফলেট বিতরণ করেছি। আগামীকাল আমরা পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব এবং নতুন সংযোজন হিসেবে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ে “প্রতীকী বির্তক” আয়োজন করব।’
উল্লেখ্য, গত রবিবার (২০ এপ্রিল) হতে কিছু শিক্ষার্থীরা অস্থায়ী আবাসন নির্মাণ ও আবাসন ভাতার দাবিতে বিশ্ববিদ্যালয়ে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং মেডিকেল সেন্টারকে অস্থায়ী হল ঘোষণা দিয়ে সেখানে অবস্থান নেন। এরপর সোমবার তারা তিন দফা দাবি ঘোষণা করেন এবং দাবি আদায়ে ৫ দিন ব্যাপী লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।