নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইফতার বয়কটের ঘটনা অনুসন্ধানে কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ইফতার আয়োজনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি অনুসন্ধানে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান রিপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট হারুন অর রশিদ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিলন।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল এবং ইফতারের টোকেন নেওয়ার সময় শিক্ষার্থীকে অপমান করার ঘটনায় গত ১২ মার্চ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসব ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত ইফতার বয়কট করে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মাঠে গণ-ইফতারের আয়োজন করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!