নজরুল বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইব্রাহিম নামের এক শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইব্রাহিম নামের এক শ্রমিকের মৃত্যু  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবনের দশম তলা থেকে পড়ে গিয়ে মো: ইব্রাহিম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে নির্মাণাধীন ঐ ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান। নিহত ইব্রাহিম (৫৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশম তলায় কাজ করার সময় অসাবধানতা বসত পা পিছলে পড়ে যান ইব্রাহিম। শ্রমিকদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে সেফটি ইকুইপমেন্ট সরবরাহ না করার কারণে এই দূর্ঘটনা ঘটেছে। অনেকবার বলা হলেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশের বিল্ডিং কোড আইন এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট, গ্লাভস, সেফটি বুট, রিফ্লেক্টিভ জ্যাকেট, গগলস ও মাস্ক সরবরাহ করার নির্দেশ এবং উচ্চতায় কাজ করার জন্য সেফটি বেল্ট ও হারনেস ব্যবহার বাধ্যতামূলক থাকলেও কোনোটিই সরবরাহ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এন.কে.টি - এন.এইচ.ই (জেবি)। 

অন্যদিকে স্থাপনার চারপাশে নিরাপত্তায় ব্যারিকেড, নেট স্থাপন, উচ্চতায় কাজ করার জন্য নিরাপদ সিঁড়ি এবং প্ল্যাটফর্ম সরবরাহও করেনি প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এন.কে.টি - এন.এইচ.ই (জেবি) এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ জোবায়ের হোসেন বলেন, মূলত চুক্তির সময়ই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়। তবুও কিছুসময় ত্রুটি থেকে যায়। এ বিষয়ে আরো সতর্ক থাকা উচিত।


সর্বশেষ সংবাদ