ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সামাজকর্ম দিবস উপলক্ষে র‍্যালি

ইবির সমাজকল্যাণ বিভাগের আয়োজনে র‍্যালি বের করা হয়
ইবির সমাজকল্যাণ বিভাগের আয়োজনে র‍্যালি বের করা হয়  © টিডিসি

‘স্ট্রেংদেনিং ইন্টারজেনারেশনাল সলিডারিটি ফর এন্ডুরিং ওয়েলবিং’ প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ব সমাজকর্ম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

বিশ্ব সমাজকর্ম দিবস পালন কমিটির আহ্বায়ক প্রভাষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা, শ্যাম সরকার ছাড়াও প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

আরও পড়ুন: ইলন মাস্কের নট আ বোরিং প্রতিযোগিতায় আবিপ্রবির রাফিদ

র‍্যালি শেষে বক্তারা বলেন, আধুনিক শিল্পসমাজের বহুমুখী ও জটিল সমস্যা সমাধানে সমাজকর্মের গুরুত্ব রয়েছে। সমাজকর্মের নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে।  সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে সে তার বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। 

বক্তারা আরো বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের আজকের প্রতিপাদ্য অনুযায়ী জেনারেশন গ্যাপ টা দূর করে এক জেনারেশনের সাথে অপর জেনারেশনের বন্ধন সুদৃঢ় করতে হবে। পারিবারিক বন্ধন যদি কমতে থাকে তাহলে সমাজ আরো নীচের দিকে যাবে। মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের নিজেদের জন্যই আমাদের পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে হবে।’ 

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার সমাজকর্মের প্রচার, প্রসার ও মানব সম্পর্কের উন্নয়নে বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব সমাজকর্ম দিবস


সর্বশেষ সংবাদ