১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

১৬ মার্চ ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জবি

জবি © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রস্তুত ও তফসিল ঘোষণার দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে ৩টি দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক নূর নবী, সংগঠক ফয়সাল মুরাদ, যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য।

স্মারকলিপির ৩ টি দাবিতে উল্লেখ করা হয়, আগামী এপ্রিল মাসের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে জকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, আগামী ১০ই এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এতে তারা আরও উল্লেখ করেন, পরিবর্তনের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন একসাথে কাজ করে যাচ্ছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের আয়োজন করা সময়োপযোগী ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবদিক থেকে বঞ্চিত উল্লেখ করে নেতারা বলেন, কলেজ আমলে ছাত্রসংসদ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২০ বছরেও জকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের সাংগঠনিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থি।

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬