জবির ৯৪ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ০১:৪৬ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। এ ঘটনায় জবির ৯৪ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১০ শিক্ষক, ৫ কর্মকর্তা এবং ছাত্রলীগের ৭৯ জন নেতাকর্মী।
গত ২৫ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী সুজন মোল্লা। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মামলার আসামি জবির ১০ শিক্ষক হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ও ড. আনোয়ারা বেগম, নীলদলের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন, আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, অগাস্টিন পিউরিফিকেশন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকেন্দার।
আসামি ৫ কর্মকর্তা হলেন, বিশ্ববিদ্যালয় কর্মকতা সমিতির সভাপতি কাজী মনির, ডেপুটি রেজিস্ট্রার আলতাফ হোসেন ও ইমরান হোসেন ইমন, ছাত্রলীগের সহ সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার পদে নিয়োজিত কর্মকর্তা টুটুল আহমেদ, জবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্টোরকিপার সুমন হাসান সোহান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫-১৬ বছর ধরে ছাত্রদল নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাইয়ের ঘটনায় সুজন মোল্লাকে পরিকল্পিতভাবে গুলি করা হয়।
উল্লেখ্য, এ মামলায় এখন পর্যন্ত কারও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।