প্রথম রোজায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ইফতার করবেন বেরোবি উপাচার্য
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ১১:১৫ AM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো.শওকাত আলীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম রমজানে ইফতারের আয়োজন করা হবে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইফতার কমিটির আহ্বায়ক ড. মো.ফেরদৌস রহমান।
ফেরদৌস রহমান বলেন, ‘প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ইফতার করবেন উপাচার্য স্যার।বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম রমজানে আমরা সবাই এক সাথে ইফতার করব।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এটি আমাদের মধ্যে ভালো মেলবন্ধন সৃষ্টি করবে। এমন একটা আয়োজনে আমরা সকল শিক্ষার্থী ভীষণ খুশি। এ অনুষ্ঠানে আমরা আনন্দের সাথে উপস্থিত থাকব।