জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি প্রত্যাহার, দাবি বাস্তবায়নের আশ্বাস

তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন জবি শিক্ষার্থী ইব্রাহীম খলিল
তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন জবি শিক্ষার্থী ইব্রাহীম খলিল  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম খলিল দাবি আদায়ে উপাচার্যের দপ্তরে অবস্থান কর্মসূচি শুরু করলে বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তা প্রত্যাহার করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে তিনি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে কয়েক দিন ধরে দাবি আদায়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে ছিলেন এই শিক্ষার্থী। তার ৩ দফার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীদের। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্রিয়াশীল সংগঠনকে একাত্মতা প্রকাশ করে বিবৃতিও দিতে দেখা গেছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি উপাচার্যের সামনে উপস্থাপন করা হয়। এগুলো হলো—চারটি আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ, ন্যাশনাল মেডিকেলের সঙ্গে চুক্তি, যাতে জবি শিক্ষার্থীরা ৩২% খরচে চিকিৎসাসেবা পেতে পারেন ও জবি মেডিকেল সেন্টারে ৮০% ওষুধ সরবরাহ, ডেঙ্গু টেস্ট ও এক্স-রে সুবিধা চালু করা। দাবিগুলো সাত দিনের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: সহকারী জজ হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, স্বাস্থ্যসেবার উন্নতির লক্ষ্যে আশপাশের পাঁচটি হাসপাতালের সঙ্গে চুক্তির চিঠি পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্স সংযুক্তির বিষয়টি বিবেচনায় রয়েছে। 

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে তিন দিন ধরে জবি মেডিকেল সেন্টার পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

উপাচার্যের সঙ্গে আলোচনাকালে জবি প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ