সহকারী জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ

আবু সাঈদ
আবু সাঈদ  © সংগৃহীত

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজেএসসি পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরিফ এ এম রেজা জাকেরের স্বাক্ষরিত এক নোটিশে ১৭তম জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের জন্য ১০২ জনকে সুপারিশ করা হয়। প্রকাশিত এই ফলাফলে আবু সাঈদের মেধাক্রম ৫৪।
 
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হতে পেরে খুবই ভালো লাগছে। এটা কষ্টের ফসল। আমি কষ্ট করেছি, আল্লাহ আমাকে হতাশ করেননি। একারণে সবার দোয়ায় সফল হয়েছি।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান কবীর বলেন, আবু সাঈদের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। এর আগেও আমাদের বিভাগ থেকে দুজন সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। তাদের এই সাফল্য অনুজদের অনুপ্রেরণা যোগাবে। আমরা চাই সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক।


সর্বশেষ সংবাদ