চবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ন্যাশনাল ইকোনমিক্স ফেস্ট’
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইকোনমিক্স ফেস্ট-২০২৫’। ইয়ং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস) আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ‘থ্রি জিরো ভিশন’ কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ইয়েস’ এর সভাপতি সাফায়েত হোসেন তুষার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন বাপ্পি।
তারা জানান, আয়োজনে প্রধান বক্তা ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. মুহাম্মদ ইউনুস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্যানেল আলোচক বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক মোঃ মাজেদুল হকসহ বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ, অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেনারেল সেক্রেটারি আগা আজিজুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
সকাল ৯ টায় উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ১ম পর্বে পলিসি কম্পিটিশনের ফাইনাল রাউন্ড, কুইজ প্রতিযোগিতা, ওয়াল মেগাজিন প্রদর্শনী, পলিসি ডিবেট শো অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, এশিয়ান উইনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
আয়োজনের দ্বিতীয় ভাগে প্রধান বক্তার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে এবং ধারাবাহিকভাবে প্যানেল ডিসকাশন, ম্যাগাজিন উন্মোচন, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। তাছাড়া উক্ত অনুষ্ঠানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির পক্ষ থেকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এবং পুরো আয়োজনে উক্ত সংগঠনও সহযোগিতায় থাকবে।