কবি নজরুল কলেজ
বিএনসিসির ক্যাডেটকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ AM

কথা কাটাকাটির জেরে মধ্যরাতে কবি নজরুল কলেজের বিএনসিসি ক্যাডেটকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কলেজের ছাত্রাবাসে গিয়ে বিএনসিসির ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন তারা।
জানা যায়, অভিযুক্তরা কবি নজরুল কলেজের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের কর্মী। অভিযুক্তরা হলেন, মো. শামীম, মো. হামিদুল, আসিব, সাখাওয়াত হোসেন। তারা সবাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। কলেজের একটি কনসার্টে শাখা ছাত্রদলের কয়েকজন কর্মীকে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করলে তখন কাটাকাটির জের ধরে এ মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।
আরো পড়ুন: এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী
ভুক্তভোগী বিএনসিসি ক্যাডেট কবি নজরুল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, বুধবার কলেজের একটা কনসার্টে আমি কর্তব্যরত ছিলাম। তখন কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছিল। আমি বাধা দিলে তখনো কিছু বলেনি। কিন্তু আমি হলে আসার পর চারজন মিলে আমার রুমে এসে ছাত্রদলের আহ্বায়ক সদস্য পরিচয় দিয়ে আমাকে হুমকি-ধামকি দেয় এবং এলোপাতাড়ি মারতে থাকে।
তিনি আরও বলেন, আমি বিষয়টি আমার ইনচার্জ কে জানিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কলেজ বিএনসিসির ইনচার্জ হাসিব এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং কলেজ প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি করেছেন।