ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৩ লাখ ৬০ হাজার শিক্ষক কর্মচারী চলতি মাসের শেষ সপ্তাহে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেতে পারেন। পঞ্চম ধাপে ৮ হাজার ৮০০ এর বেশি শিক্ষক-কর্মচারীর বেতনের প্রক্রিয়া শেষ হওয়ার পর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক উপ-পরিচালক বলেন, ‘পঞ্চম ধাপে ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হবে। এজন্য তাদের তথ্য আইবাস++ এ পাঠানো হয়েছে। এই তথ্য যাচাই শেষে তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। এরপর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে। আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাদের বেতন-ভাতা দেওয়ার।’

জানা গেছে, বেসরকারি স্কুলকলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। এরমধ্যে প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ডিসেম্বর-২০২৪ মাসে ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার এবং তৃতীয় ধাপে ৮৪ হাজার ৭০০ শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। সব মিলিয়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইএফটিতে ডিসেম্বর-২০২৪ মাসের বেতন ভাতা পেয়েছেন। সে হিসেবে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি প্রায় ৪০ হাজার শিক্ষক-কর্মচারী। এই শিক্ষক-কর্মচারীদের কেউ এখনও জানুয়ারি মাসের বেতন পাননি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইকালে অনেক শিক্ষক-কর্মচারীর ডাবল এমপিও, ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে। এছাড়া অনেকের মাউশির এমপিও শিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের তথ্যের মিল নেই। আবার অনেকের ব্যাংক হিসাবের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই। বিষয়গুলো সমাধান করে চতুর্থ এবং পঞ্চম ধাপে শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ