দাখিল পরীক্ষায় মোবাইল দেখে লেখার ভিডিও ভাইরাল, কেন্দ্র সচিব বহিষ্কার

নকল করার ভিডিও ভাইরাল
নকল করার ভিডিও ভাইরাল  © সংগৃহীত

বরগুনায় দাখিল পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখা এবং দেখাদেখি করে নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) হাদিস শরীফ পরীক্ষার সময়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে গত ২৩ এপ্রিল নির্ধারিত হাদিস শরীফ পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা। পরে ওই কেন্দ্রের একটি হলের পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে মোবাইল ফোন সঙ্গে নিয়েই পরীক্ষা দিচ্ছিল। এ সময় নিয়ম বহির্ভূত মোবাইল নিয়ে হলে প্রবেশসহ মোবাইল দেখে পরীক্ষা দেয়ার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ধারণকৃত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রীয় সচিব ও একই মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মামুন অর রশিদকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ মামুন অর রশিদ বলেন, ‘মাদ্রাসায় কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল। সব পরীক্ষার্থীকে হলে প্রবেশের সময় তল্লাশি করা হয়। তবে একটি মহল পরিকল্পিতভাবে আমাকে বিপদে ফেলার জন্য সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আলম বলেন, মোবাইল দেখে পরীক্ষা দেয়ার ভিডিওটি দেখেছি। এটি তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence