নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ছাত্রশিবিরের কার্যক্রম

 শিবিরের প্রকাশনা উৎসব
শিবিরের প্রকাশনা উৎসব  © সংগৃহীত

প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে এই উৎসব শুরু হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি খালিদ মাহমুদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী উৎসবটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। 

সরেজমিনে দেখা যায়, স্টলে রয়েছে শিবিরের সকল প্রকাশনা, ক্যালেন্ডার ও ইসলামি বই। এছাড়াও রয়েছে জুলাই বিপ্লবের তথ্য সমৃদ্ধ ক্যালেন্ডার ও ডায়েরি। এছাড়াও ছিল শিবিরের সমর্থক ফরম পূরণের মাধ্যমে শিবিরে যোগ দেওয়ার সুযোগ। শিক্ষার্থীদের কৌতূহলের জায়গা থেকেই উদ্বোধনের পর থেকে ভিড় দেখা গেছে স্টলে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিল কফির ব্যবস্থা। 

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, শিবিরের প্রকাশনাগুলো ইসলাম ভিত্তিক তাই দেখতে আসা। ইসলামী বই পড়তে আমার ভালো লাগে। শিবির সম্পর্কে বিগত সরকারের আমলে যেমন ধারণা পেয়েছি তা এখন ভিন্ন দেখছি। এমন আয়োজন ভবিষ্যতে আরও হোক। স্টলে ঘুরতে আসা স্কুল শিক্ষার্থী সিয়াম বলেন, এখানে ইসলাম ধর্মের অনেক বই আছে৷ আমি একটু পরলাম। ভালোই লাগছে। 

শিবির সদস্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদ কবির বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে আমরা প্রকাশ্যে কোন কাজ করতে পারিনি। তাই এই প্রকাশনা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আমাদের সংগঠনের ধারণা পৌঁছে দিতে চাই। ছাত্ররাজনীতির গণ্ডির বাইরেও শিবির যে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন, সেটি উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। সবাই আসুন, বই পড়ুন, বই কিনুন।

উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম প্রকাশ্যে শিবিরের আয়োজন। তবে এখনও প্রকাশ্যে আসে নি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কমিটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence