বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক ইমন

সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইমন আলী
সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইমন আলী  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ইমন আলী।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে (ক্যাফেটেরিয়ায়) সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ইলিয়াছ প্রামানিক। 

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্য মো. মাহফুজুল ইসলাম বকুল এবং প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ইলিয়াছ প্রামানিক।   

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক সংবাদ পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. আবু সাঈদ, যুগ্ম সম্পাদক দৈনিক জনকণ্ঠ পত্রিকার মো. কামরুজ্জামান পুলক, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো পত্রিকার মো.আবুল খায়ের জায়ীদ, কোষাধ্যক্ষ ক্যাম্পাস বাংলা অনলাইন পোর্টালের আল আমিন সাদিক ছায়েম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার মো. সাজ্জাদুর রহমান, এডুকেশন টাইমস এর প্রতিনিধি মো. আজিজুর রহমান, বাংলাভিশনের ক্যাম্পাস প্রতিনিধি মো. শরীফুল ইসলাম। 

সাধারণ সম্পাদক মো. ইমন আলী বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি সবসময়। এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা বেরোবিসাস বদ্ধপরিকর।’

সাংবাদিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মীদের যারা তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাকে সভাপতি পদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাংবাদিকতা একটা নীতি নৈতিকতা বোধ সম্পন্ন পেশা। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমাজের  অন্যায়, অসংগতি তুলে ধরেন। এ জন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালের ২৬ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) যাত্রা শুরু হয়। সাংবাদিক সমিতির উদ্দেশ্যেই হল তথ্যের কোলাবোরেশন বা সমন্বয় করা। অর্থাৎ সবার থেকে সংগৃহীত তথ্য একত্রে করার মাধ্যমে ইনফরমেশন আরও শক্তিশালী করা। সর্বোপরি, আপনারা সাংবাদিক সমিতির পাশে থাকলে সামষ্টিক পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির কাছে তুলে ধরতে পারবো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence