হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে রাকিব-রাদিত

২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
রফিকুল ইসলাম রাকিব ও মো. মাহতাব হাসান রাদিত

রফিকুল ইসলাম রাকিব ও মো. মাহতাব হাসান রাদিত © টিডিসি সম্পাদিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ (এসডিসিএইচ) এর ২০২৫ সালের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করা হয়। 

এতে মো. রফিকুল ইসলাম রাকিবকে সভাপতি এবং মো. মাহতাব হাসান রাদিতকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ’র উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

সাধারণ সম্পাদক মাহতাব হাসান রাদিত বলেন, আমার লক্ষ্য এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা। যাতে তারা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে পারে। আমি বিশ্বাস করি, সবাই একসঙ্গে কাজ করে আমরা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারব। বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে। সকলের সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাকিব বলেন, আমি আনন্দিত যে, আমাকে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। ক্লাবের উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে আমরা বিজনেস কেস সলভিং কমপিটিশন, প্রবলেম সলভিং কমপিটিশন এবং একুশ শতকের স্কিল নিয়ে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন অব্যাহত রাখব। সামনে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে চাই। আমার লক্ষ্য থাকবে আমাদের ক্যাম্পাসের জন্য আরও কার্যকর প্রোগ্রাম আয়োজন করা। ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশীপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬