ইবিতে বাস ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি

২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বাস ভাঙচুর

বাস ভাঙচুর © টিডিসি ফটো

গত ২২ জানুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স বাসের স্টাফদের সাথে বাকবিতণ্ডা এবং ক্যাম্পাস গেটে এক শিক্ষার্থী আহত এবং পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাস ভাংচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সুপারিশ মোতাবেক তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য কর্তৃক গঠিত কমিটিতে আহবায়ক হিসেবে আই.আই.ই.আর এর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন এবং সদস্য সচিব হিসেবে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান রয়েছেন। ৪ সদস্য বিশিষ্ট কমিটির অপর ২ সদস্য হচ্ছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বাস ভাঙচুর করা শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

ট্যাগ: ইবি
একমাত্র স্বতন্ত্রভাবে জকসুতে জয়ী কে এই জাহিদ হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বেঁচে থাকতে নিরাপত্তা দেয়নি, কবর পাহারায় পুলিশ’
  • ০৮ জানুয়ারি ২০২৬
জুলাই সম্মাননা পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক তৌহিদ ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল
  • ০৮ জানুয়ারি ২০২৬
একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬