কবর পাহারায় পুলিশ © টিডিসি ফটো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ২৭তম দিন ও শাহাদাত এর ১৮তম দিন আজ। এই কনকনে শীতের রাতেও তার কবর পাহারা দিয়ে যাচ্ছেন ১০ জন পুলিশ সদস্য। বুধবার (৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহীদ শরিফ ওসমান হাদীর কবরের আশে পাশে এ পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা যায়।
এই রাতের বেলা হাদীর কবরের পাশ দিয়ে হেঁটে যাবার সময় যশোরের মো. শফিক বলেন, ‘যে মানুষ টা বেঁচে থাকার সময় জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছিলেন তাকে বেঁচে থাকতে নিরাপত্তা দেয়া হয়নি আর এখন হত্যা করার পর ডজন ডজন পুলিশ দিয়ে পাহারf দেওয়াচ্ছে সরকার। এই সরকারের প্রতি ধিক্কার জানাই। হাদী হত্যার বিচার চাই।’
আরও পড়ুন: আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
নাম প্রকাশ না করে কর্তব্যরত এক পুলিশ সদস্য দ্য ডেইলি ক্যম্পাসকে জানান, ‘আমরা এখন ১০ জন ডিউটি করছি। অনেক সময় ২০ জনও থাকে। আজ কবরের পাশে দুইজন,কবরের উত্তর পাশে দেয়ালের সাথে এক, গেইটে চারজন, মসজিদের( ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ) ঐপাশের গেইটে দুইজন আর মাঠের মাঝখানে একজন পাহারায় আছেন।’
উল্লেখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এ জন্য তিনি বেশকিছু দিন ধরে গণসংযোগ করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।