উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের জন্মদিন পালন
- বাউবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাত্রদলের উদ্যোগে গাজীপুর মূল ক্যাম্পাসে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে আলোচনা সভা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহর নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
আলোচনা অনুষ্ঠানে ছাত্রদল নেতা ওয়াহেদুর রহমান শাওন বলেন, যার জন্ম না হলে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা আসতো না, যার জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না, তার এই জন্মদিনে আমাদের শপথ করতে হবে দেশের জন্য যতটুকু পারি কাজ করে যাব। বিগত দিনে অনেকের এখানে (বাউবিতে) রাজনৈতিক কলঙ্ক আছে। ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আপনারা এগুলো দেখবেন না ইনশাআল্লাহ।
ছাত্রদল নেতা বাঁধন মল্লিক বলেন, গোপন তৎপরতার রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা আর দেখতে চায় না। ৫ই আগস্টের আগে যারা ছাত্রলীগ ছিল আজ তারা নতুন লেবাস ধারণ করে নতুন দলের সদস্য হয়েছে। তাদের এই ক্যাম্পাসে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনো আন্ডার গ্রাউন্ড রাজনীতি নয়, আসুন দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।