বাউবি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

 বাউবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাউবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত  © টিডিসি ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (MOYS) মধ্যে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। 

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং বাউবির উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিশ্বব্যাংকের অর্থায়িত ইকোনমিক এক্সেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি (EARN) প্রকল্পের অধীনে ২০২৫ সালের শুরুতে এসএসসি (কারিগরি) প্রোগ্রাম চালু করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দানকালে উপাচার্য প্রফেসর ওবায়দুল ইসলাম বলেন, ‘এই সহযোগিতা আমাদের শিক্ষার গণতন্ত্রীকরণ এবং উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে অবহেলিত সম্প্রদায় গুলিকে ক্ষমতায়ন করার মিশনে একটি মাইলফলক। প্রোগ্রামটি দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে এবং দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ সাবাই মুইন বলেন, ‘এই প্রোগ্রামটি টেকসই যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশে এমন একটি উদ্ভাবনী উদ্যোগে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।’ 

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘এই সমঝোতা স্মারক কেবল একটি চুক্তি নয়, বরং আমাদের যুবকদের ভবিষ্যতের প্রতি একটা প্রতিশ্রুতি। বাউবির সঙ্গে মিলে আমরা এই তরুণদের তাদের সক্ষমতা উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করবো।’ 

বাউবির উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রোশান জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোসা. শিরিন সুলতানা, বাউবি ইআরএন সেলের পরিচালক প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence