এক লাখ যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করবে বাউবিসহ তিন প্রতিষ্ঠান

  © জনসংযোগ

দেশের যেসব যুবক শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মরত নেই (Not in Education, Employment or Training) তাদের এসএসসি (ভোকেশনাল) প্রোগ্রামের মাধ্যমে কীভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় এ বিষয়ে বিশ্বব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর প্রতিনিধিদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

প্রাথমিকভাবে ১ লাখ যুবককে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করার ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ৪ ডিসেম্বর বাউবি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর করার বিষয়ে এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রকল্প পরিচালক কাজী মোখলেসুর রহমান, বিশ্ব ব্যাংকের আর্ন প্রজেক্ট কনসালটেন্ট রওনাক জাহান, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ মামুন মিয়া, বাউবির রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, আইকিউএসির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence