সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী কলেজের মিলনায়তন ভবনের ২২৩ নং কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াছিন মোল্লা।

মুখ্য আলোচকের বক্তব্যে আক্তার হাবিব বলেন, তোমাদের সাথে এমন একটা সময় কাটাতে পেরে আমি আনন্দিত। সেই যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তার একটা অনুভূতি পাচ্ছি। তোমাদের মধ্যে অনেকেই হয়ত একদিন বাংলাদেশ সাংবাদিকতার নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা এবং টিভি চ্যানেলে কাজ করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো এবং ভালো কিছু করো এটাই প্রত্যাশা করি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হাবিব এবং দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর চৌধুরীর সঞ্চালনায় সাংবাদিকতায় ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অর্থ সম্পাদক আবিদ, সহ-সম্পাদক সাজ্জাদ, দপ্তর সম্পাদক অবন্তীকা সাহা, কার্যকরী সদস্য  সাব্বির হাওলাদার ও স্মৃতি উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ