যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করা হয়।

সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের পক্ষ থেকে যশোর শহরস্থ শংকপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ, জাতির সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবীসহ চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের জন্য তাঁরা যে আত্মত্যাগ করেছে আমাদের তা ভুলে গেলে চলবে না। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এখনো বহিঃশত্রুরা আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আমাদের ঐক্য দুর্বল করতে চাচ্ছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সকল ধর্ম, বর্ণ একসাথে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, ড. মো. কোরবান আলি, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।

দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!