কনসার্ট শেষে ঢাকা কলেজের মাঠ পরিষ্কার করল ছাত্রদল

কনসার্টে নোংরা হওয়া ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা
কনসার্টে নোংরা হওয়া ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ঐতিহ্যের সুর কনসার্ট’ অনুষ্ঠিত হয়। কনসার্টে নোংরা হওয়া ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে তিন ঘণ্টাব্যাপী তারা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। 

ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠ ঝাঁড়ু দিয়ে পলিথিন, খাবারের প্যাকেট বস্তায় ভরে সিটি করপোরেশন হাতে তুলে দেয় এবং ময়লা কাগজ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ শেষ করেন। এ সময় মাঠে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরাও তাদের এ কাজে যোগ দেন।

পরিচ্ছন্নতার এ কর্মসূচিতে ঢাকা কলেজ ছাত্রদলের ২ নম্বর যুগ্ম সম্পাদক মামুনুর রহমানের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা অংশ নেন। 

মামুনুর রহমান বলেন, ‘ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্ট পরবর্তী মাঠের যে নোংরা  হয়েছিল। মাঠ সুন্দর ও মনোরম রাখা আমাদের দায়িত্ব। আমাদের ক্যাম্পাস শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদেরই দায়িত্ব। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সেই শিক্ষাই দিয়েছে, কীভাবে ক্যাম্পাসের সৌন্দর্য, লেখাপড়ার মনোরম পরিবেশ সুন্দর রাখা যায়। মাঠের সৌন্দর্য বজায় রাখার জন্য কনসার্ট শেষে আজকে আমাদের এ কর্মসূচি পালিত হয়।’ 

আরও পড়ুন: বৃদ্ধ রিকশাচালককে ভ্যান উপহার দিলেন ছাত্রদল নেতা

কলেজ ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি তাজবিউল হাসান, সাবেক সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর আরজু, সাবেক সহসম্পাদক আনিসুর রহমান, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর আলী, শহীদ ফরহাদ হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সহসাংগঠনিক সম্পাদক আবু হেনা রাজিব, কর্মী হাসান আবেদ, শাহ আলম, তুষার, গোলাম রাব্বানী, জিহাদ, হিমেল, মিজান, ইমরান, মিলন, হানজালা, সামিসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence