ছাত্র-জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগে রাবি-রুয়েটে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি,রুয়েট ও রাজশাহী। আজ সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় রাজশাহীর তালাইমারি বিজয় ২৪ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা দাবিগুলো পাঠ করেন।

দাবিগুলো হল- এককেন্দ্রিকতা বাদ দিয়ে,ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই আন্দোলনের সকল অংশীজনকে রাষ্ট্র গঠনে সমানভাবে সুযোগ দিতে হবে; ছাত্র-জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগের জবাবদিহিতা করতে হবে। অবিলম্বে জাতির সামনে স্পষ্ট করতে হবে কোন প্রক্রিয়ার উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়  ও ছাত্র-জনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠা করতে হবে। যা অন্তর্বর্তীকালীন সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ করবে।

সমাবেশে ‘উপদেষ্টায় ওরা কারা, জবাব চাই বিপ্লবীরা’, ‘উত্তর বঙ্গের ১৬ জেলা, চলছে কেনো অবহেলা’, ‘এককেন্দ্রিক রাষ্ট্র গঠন চলবে না, চলবে না’, ‘আমার ভাই কবরে, দোসর কেনো সরকারে’, ‘দফা এক দাবি এক, ফারুকীর পদত্যাগ’, ‘শহিদ ভাইদের স্মরণে, ভয় করিনা মরণে’ এসব স্লোগানে স্লোগানে ছাত্ররা তাদের প্রতিবাদ জানায়।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাশেদ রাজন, মিশকাত চৌধুরী মিশু ও মাহের ইসলাম। বক্তারা সবাই সরকার গঠনে এককেন্দ্রিকতা, ছাত্র-জনতার মতামতবিহীন ও বিপ্লবের স্পিরিট বিরোধী লোকদের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ জানান এবং ছাত্র-জনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে আন্দোলনের সকল অংশীজনকে নিয়ে ছায়া সরকার গঠনের আহ্বান জানান, যা অন্তর্বর্তীকালীন সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence