সন্ধ্যা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

সাত কলেজের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাবের ব্লকেড কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টা থেকে সাইন্সল্যাব মোড়ের অবরোধ করে আছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

বিকেলে আন্দোলনকারীরা জানান, কমিশন গঠন না করলে সন্ধ্যা পর্যন্ত সাইন্সল্যাব মোড় অবরোধ করে ব্লকেড কর্মসূচি  চলমান থাকবে। কর্মসূচি চলমান রাখার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সাত কলেজ সমস্যা সমাধানে আলোচনার জন্য ডাকতে পারে বলে প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। সেই লক্ষ্যে সরকারের সাথে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কাজ করছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের প্রতিনিধিরা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের জন্য বেলা ১২টায় ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সাইন্সল্যাব অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সাত কলেজের বৈষম্য দূরীকরণে নানা ধরনের স্লোগান দিতে থাকে। অবরোধের ফলে টানা চার ঘণ্টার অধিক সময় সাইন্সল্যাব এবং পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সাইন্সল্যাব এর পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাত কলেজ সংস্কারে একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক ১৩ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে  দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ