মেরিটাইমে কুইজিং এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাব এর কমিটি গঠন

কুইজিং এবং কারেন্ট এফ্যায়ার্স ক্লাব কমিটি ও শিক্ষার্থী
কুইজিং এবং কারেন্ট এফ্যায়ার্স ক্লাব কমিটি ও শিক্ষার্থী  © জনসংযোগ

বিশ্বের ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে অবগত থাকা এবং নিজের জ্ঞানের পরিধিকে বাড়ানোর উদ্দেশ্য গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কুইজিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাবের ২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে বলা হয়, বিশ্ববিদ্যালয়কে একটি বুদ্ধিবৃত্তিক পরিবেশ উপহার দেওয়ার জন্য সদা প্রস্তুত কুইজিং এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাব।

ক্লাবের কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর কমান্ডার মোচ. ইরফান মাহদী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের লেকচারার শাহানাজ আক্তার, এবং ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট এর লেকচারার সাইফুর রহমান। ক্লাবটির মেন্টর হিসেবে রয়েছেন কমোডোর মো. নিয়ামুল হাসান, এলবিএন, ডিন, ফ্যাকাল্টি অফ মেরিটাইম বিজনেস স্টাডিজ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শারজাহান হোসেইন মিনাল উল্লেখ করেন, আমরা খুব দ্রুতই নতুন নতুন কুইজ ইভেন্ট আয়োজন করে সকলের জ্ঞানের পরিধি বাড়িয়ে তোলা ও জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করছি।

কমিটির সহ-সভাপতি হাসান মোহাম্মদ শাহরিয়ার তার মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন, গত বছর আমরা বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছি যা আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করেছে। এই ইভেন্টগুলো শুধু শিক্ষামূলক ছিল না বরং আমাদের সদস্যদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্বের অনুভূতি তৈরি করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এই সাফল্যগুলোর উপর ভিত্তি করে আরও গতিশীল এবং আকর্ষণীয় ইভেন্ট চালু করার পরিকল্পনা করছি।

নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে কুইজিং এবং কারেন্ট এফ্যায়ার্স ক্লাব মেরিটাইম ইউনিভার্সিটিতে শেখার এবং জানার একটি নতুন অধ্যায় যোগ করলো, যেখানে সকল শিক্ষার্থী অজানাকে জানতে এবং ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে পারবে বলে সকলে প্রত্যাশী।

২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি খালিদ মাহমুদ বাপ্পী জানান, আমাদের বি এস এম আর এম ইউ কুইজিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাব আপাদ দৃষ্টিতে নতুন একটি ক্লাব হলেও, ইতিমধ্যে বিভিন্ন কুইজিং এবং আর্টিকেল রাইটিং ইভেন্ট এর মাধ্যমে উঠে এসেছে। সামনে একটি ন্যাশনাল ইভেন্ট এবং ক্লাবের সকল সদস্যদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে গবেষণা, প্রশিক্ষণ ও পরীক্ষা নিয়ে আমরা সদা সচেষ্ট থাকবো।"


সর্বশেষ সংবাদ