গুচ্ছের ব্যবসায় ইউনিটের পরীক্ষায় বশেমুরবিপ্রবিতে উপস্থিতি ৮৯ শতাংশ

বশেমুরবিপ্রবি পরীক্ষা কেন্দ্র
বশেমুরবিপ্রবি পরীক্ষা কেন্দ্র  © জনসংযোগ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাণিজ্য শাখার (সি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৯.০৮ শতাংশ। ৩৯৪ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষা অংশ নেয় ৩৫১ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা এসময় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিজ্ঞান শাখায় ১৭৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫৭০ জন এবং ৩ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৩৪১ ভর্তিচ্ছুর মধ্যে ২১৭১ জন পরীক্ষায় অংশ নেয়। তিন ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৯০.৫৭ শতাংশ।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence