মেরিটাইম ইউনিভার্সিটির স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ PM
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আয়োজিত 'টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, 1974' এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর স্টল পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিএসএমআরএমইউ-এর একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যত ক্যাম্পাস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। অনুষ্ঠানে মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য একটি পেপার উপস্থাপন করেন।
গতকাল ২২ ফেব্রুয়ারি (বুধবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে সরকার ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়ন করছে পাশাপাশি একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের যা যা প্রয়োজন আমরা তাই করব। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’ তিনি আরো বলেন, বাংলাদেশ যে বিশাল সমুদ্র এলাকা অর্জন করেছে তা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।’