কুবিতে চূড়ান্ত ভর্তি শেষ হচ্ছে কাল, ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

প্রাথমিক কাগজপত্র জমাদানের পর গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ (২৭ আগস্ট)। ভর্তির সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (২৮ আগস্ট)। তবে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ।

রবিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান।

আরও পড়ুন: মাদকাসক্ত শিক্ষার্থী ভর্তিতে সতর্ক শাবিপ্রবি প্রশাসন

এদিকে বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৩০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছেন মোট ৯৯৯ জন শিক্ষার্থী। এছাড়াও কোটার ৯১টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছেন ৩৬ জন শিক্ষার্থী। ফলে কোটাসহ মোট আসন খালি রয়েছে ৮৬টি আসন। যেখানে কোটার আসন ৫৫টি এবং সাধারণ আসনের ৩১টি আসন খালি রয়েছে। 

এদিকে চূড়ান্ত পর্যায়ের ভর্তিকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও উচ্ছ্বসিত দেখা গেছে। নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন এলাকাভিত্তিক সংগঠনগুলোর সদস্যরা।        


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence