রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু

সভাপতি- বিপ্লব, সাধারণ সম্পদক মো. শাহাদাৎ হোসেন
সভাপতি- বিপ্লব, সাধারণ সম্পদক মো. শাহাদাৎ হোসেন  © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের মো শাহাদাৎ হোসেন দায়িত্ব পেয়েছেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজমের অনুমোদনের পর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র উপদেষ্টা শারমিন সুলতানা ২০২৩-২০২৪ কার্যবর্ষের এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো: শামীম হোসাইন (ভাইস প্রেসিডেন্ট- এডমিন), খাইরুল আনাম সৌহার্দ্য (ভাইস প্রেসিডেন্ট - বাংলা ডিবেট), আনন্দ কুমার ঘোষ (ভাইস প্রেসিডেন্ট- ইংরেজি ডিবেট), আম্মার হোসাইন (জয়েন্ট সেক্রেটারি - এডমিন), শারমিন সুলতানা (জয়েন্ট সেক্রেটারি - ডিবেট অ্যান্ড ওয়ার্কশপ), শ্রাবণী সরকার (জয়েন্ট সেক্রেটারি- ইনফরমেশন অ্যান্ড রিসার্চ), মো. আবু জাফর (অর্গানাইজিং সেক্রেটারি), মেহরা খাতুন অনন্যা (ট্রেজারার), মো. মেহেদী হাসান মুরাদ (প্রোগ্রাম সেক্রেটারি), সাকিব আল হাসান (পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন সেক্রেটারি), অনন্যা সরকার (ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি), মো. শাওন সরকার (ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি), মো. সাব্বির হোসেন (পাবলিকেশন /এডিটরিয়াল সেক্রেটারি), সাইমুম সিদ্দিকী (পাবলিসিটি সেক্রেটারি), ফায়েজুর রহমান (পাবলিসিটি সেক্রেটারি), মো. কাইয়ুম হাসান (পাবলিসিটি সেক্রেটারি)।

এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন রানা, আফসানা মিমি আলভী, মো. সজীব হোসেন বাধন, অংকুর বিশ্বাস, রিদয় কুমার।

নবনিযুক্ত সভাপতি বিপ্লব জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সক্রিয় সংগঠন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় মাননীয় উপাচার্য এবং মডারেটর ম্যামকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্লাবের সদস্যদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরীর মাধ্যমে তাদের বিতর্কের দক্ষতা বৃদ্ধির উদ্দ্যেশ্য নিয়ে কাজ করে যাব।

রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, সদ্য কাঠামোপ্রাপ্ত নতুন এই সংগঠনের সফল পথচলাকে লক্ষ্য রেখেই সাজাতে চাই আমাদের কার্যতালিকা। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক মঞ্চে আমাদের বিতার্কিকরা যেন তাদের সক্ষমতা প্রমান করতে পারেন। সকলকে সাথে নিয়ে ক্লাবের কার্যক্রমে নতুন একটি সূচনা অধ্যায় যুক্ত করতে চাই।

রবীন্দ্র ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা শারমিন সুলতানা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি নতুন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আশাবাদী।  নিশ্চয়ই তারা নতুন নতুন কার্য পরিকল্পনার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence