৬ বছর পর দ্বিতীয় সমাবর্তন পাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

প্রতিষ্ঠার দীর্ঘ ১৮ বছরে মাত্র একবার সমাবর্তন আয়োজন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ২০১৭ সালের ১৯ এপ্রিল প্রথম সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। এরপর অর্ধযুগ ধরে চলেছে দ্বিতীয় সমাবর্তনের আলোচনা। অবশেষে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের একটি ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের একটি সুখবর দিতে চাই। ইতোমধ্যেই আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। তার কাছ থেকে সম্মতি পেয়েছি। শিক্ষামন্ত্রীরও সম্মতি পেয়েছি। সুখবরটি হলো- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আমরা আয়োজন করব।

আরও পড়ুন: সমাবর্তন চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিনি বলেন, সমাবর্তন আয়োজনের জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই। সমাবর্তন আয়োজনের যে দাপ্তরিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যেই আমরা এগিয়ে যাব। আমরা এখন সাহস করতে পারি, আমাদের যে লোকবল, মনোবল এবং অর্থবল আছে, সবাইকে সাথে নিয়ে আমরা একটি সমাবর্তন আয়োজন করতে পারবো। 

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence