মঙ্গল শোভাযাত্রা দিয়েই শেষ হবে কুবির বর্ষবরণ

কুবির মঙ্গল শোভযাত্রা
কুবির মঙ্গল শোভযাত্রা  © সংগৃহীত

আসছে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৩ ) উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম দিন। দিনটি উপলক্ষ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠানগুলো। তবে এবারের বর্ষবরণে শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন।

রমজান চলমান থাকায় এবারের নববর্ষ আয়োজনেও রয়েছে সীমাবদ্ধতা ও নির্দেশনা। প্রতিটি ক্যাম্পাসে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল অনুষ্ঠান শেষ করার নির্দেশনা রয়েছে। তবে এসবকিছুর মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই তুলনায় অনেকটা দায়সাড়াভাবেই পহেলা বৈশাখ উদযাপন করবে কুবি কর্তৃপক্ষ।

এদিন সকাল ১০টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং মঙ্গল শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবারের নববর্ষ উদযাপন।


সর্বশেষ সংবাদ