শিক্ষার্থীদের প্রকৃতি থেকে শিক্ষাগ্রহণের আহবান রাসিক মেয়রের
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১০:০৪ PM , আপডেট: ১০ মার্চ ২০২৩, ১০:১৮ PM
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে আরও একটি শিক্ষা আছে, তা হচ্ছে প্রকৃতির কাছ থেকে শেখা। প্রকৃতি আমাদের নানা রকম শিক্ষা দেয়। সেইসব দিকেও আমাদের নজর রাখতে হবে। শুধু বই পড়ে মুখস্ত করে গেলাম আর লিখে দিলাম-এটা শিক্ষা হলো না; এটা অপূর্ণাঙ্গ শিক্ষা ।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, একটা পাখিও আমাদের অনেক শিক্ষা দেয়, একটা গাছের ফলও আমাদের শিক্ষা দেয়, ফুল যে ফুটে আছে সেও আমাদের শিক্ষা দেয়। সেগুলো আমাদের শিখতে হবে। নদীর পানি কমছে বাড়ছে সেটাও আমাদের শিক্ষা দেয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাসিক মেয়র বলেন, এ.পি.জে. আবদুল কালাম বলেছেন, ‘স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।’ তোমাদের জেগে স্বপ্ন দেখতে হবে। নিজ মেধা, দক্ষতা ও যোগ্যতায় এগিয়ে যাও। তোমরা নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে তোমাদের নিয়ে দেশ ও জাতি গর্বিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এই সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের আরও বেশি অনুপ্রাণিত করবে। কৃতি শিক্ষার্থীরা দেশ ও মাতৃকার প্রতি গভীর ভালোবাসা নিয়ে তোমরা এ এগিয়ে যাও। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক-এই কামনা করি।
রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। এ সময় রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির আহ্বায়ক মামুন জামান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।