বসন্তের আগমনে আলপনায় সাজছে রাজশাহী কলেজ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
আলপনা আকঁছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

আলপনা আকঁছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

‘আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী/চরণে পায়লা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরী’-পুষ্পিত সৌরভে এভাবেই  ঋতুরাজ বসন্ত তার আগমনের বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। রঙিন ফুলের সজ্জায় ধীরে ধীরে কেটে যাচ্ছে শীতের রুক্ষতা । বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দিচ্ছে নতুন কুড়ি। বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যাচ্ছে বসন্ত এসে গেছে।

আর এই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতির  রঙ বেরঙের ফুলের পাশাপাশি রং তুলির আঁচড়ে সেজে উঠেছে দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেকের নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আলপনায় অংশ নিয়েছে কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হরেক রকমের রং-তুলির  ছোঁয়া লাগছে ক্যাম্পাসের মাটিতে। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। কলেজের  রবীন্দ্র-নজরুল চত্বর, স্বাধীনতা চত্বর, পেন্সিল কর্নার, হাজী মোহাম্মদ মহসিন ভবনের সামনের রাস্তা, শহীদ কামরুজ্জামান ভবনের সামনের রাস্তা থেকে প্রশাসনিক ভবনের সামনের অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাঙালী ও লোকশিল্পের অন্যতম অংশ আলপনা শোভা পাচ্ছে ।

আলপনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রতিবছরই বসন্ত বরণ উপলক্ষে কলেজে আলপনা আঁকা হয়। এরই অংশ হিসেবে বছরও বসন্তের আবাহনে আলপনা আঁকা হচ্ছে।

সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন বলেন,  শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে সারাদিন আলপনা আঁকছে। আজ যারা আলপনায় হাত বাড়িয়েছে, তারা কেউ পাকা শিল্পী নয়। এটা তারা করছে ভালোবাসা থেকে, ভালোলাগা থেকে। আলপনায় তারা যেভাবে বসন্তের আমেজ ফুটিয়ে তুলেছে তা দেখে আমি অভিভূত। আলপনা যারা আঁকছে এবং এর সাথে সহযোগিতার কাজে যারা জড়িত সবাইকে ধন্যবাদ। 

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক বলেন, বসন্ত উপলক্ষে সবুজ চাদরে মোড়ানো ক্যাম্পাসটি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে বিভিন্ন আলপনায় রাঙানো হচ্ছে। চারুকলা নামে কোন বিভাগ না থাকার পরেও শিক্ষার্থীরা এমন কাজে আমাদেরকে আনন্দিত করছে।

ট্যাগ: উৎসব
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9