জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই গঠনের নীতিমালা প্রণয়নে কমিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন সম্পর্কিত নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের পরিচালক এ এস এম রফিকুল আকবর।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন উইং পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিবহন দপ্তর পরিচালক মেজবাহ উদ্দিন, অর্থ ও হিসাব দফতরের পরিচালক মো. সাজেদুল হক, কলেজ পরিদর্শন দফতরের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।


সর্বশেষ সংবাদ