তিতুমীর কলেজের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে জয়-রশ্মি

তিতুমীর কলেজের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে জয়-রশ্মি
তিতুমীর কলেজের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে জয়-রশ্মি  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের ব্যবস্থাপনা বিভাগের সুবল পাল জয়। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ সেশনের সমাজকর্ম বিভাগের তৌহিদা রশ্মি। শনিবার (১৯ নভেম্বর) নবগঠিত সংগঠন সরকারি তিতুমীর কলেজের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিতরা হলেন, সহ-সভাপতি খন্দকার জুবায়ের, দিলরুবা আক্তার পপি, মেহেরাব আল মাসুম ও মো. নাজমুল। যুগ্ম-সাধারণ সম্পাদক হেপি বিশ্বাস, ইশতিয়াক আহমেদ ফাহিম, লিও জয় বানিক, রবিউল ইসলাম জনি, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. তৌহিদ কাশেম ইরাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রজ্ঞা দাস, প্রধান গণমাধ্যম কর্মকর্তা মো. আশিকুর রহমান প্রিন্স, ডেপুটি গণমাধ্যম অফিসার মো. হাসিব শিকদার।

এছাড়াও দায়িত্ব দেয়া হয়েছে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে বনলতা বিউটি, ডেপুটি অপারেটিং কর্মকর্তা মো. রিয়াদ হাসান রকি, প্রধান যোগাযোগ কর্মকর্তা মো. আয়তুল জোহার রিদম, উপ-যোগাযোগ কর্মকর্তা মো. সাগর ইসলাম, ডকুমেন্টেশন অফিসার খাদিজা আক্তার রাফিন, ডেপুটি ডকুমেন্টেশন অফিসার মাসুমা সুরাইয়া, অ্যাকাউন্টস অফিসার আফিফা নাঈম চাদনী, প্রদান কার্যক্রম অফিসার মো. রাকিব আল হাসানকে।

আরও পড়ুন: শহীদ তিতুমীরের মৃত্যুবার্ষিকীতে তিতুমীর কলেজে দোয়া মাহফিল

উপ-কার্যক্রম অফিসার অনন্যা দাস, উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, জনসংযোগ কর্মকর্তা এস এম কাওসার আহমেদ,ব্র্যান্ড প্রমোটিং অফিসার ওয়াহিদা সুলতানা তৃপ্তি, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী সেই ওয়ে কেথি, প্রধান-নির্বাহী কর্মকর্তা শামিউল মোর্শেদ মাহিম, উপ-নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখকে দায়িত্ব দেয়া হয়েছে নতুন কমিটিতে।

সংগঠনটির নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক, সালমান হোসেন, সোরভ সাহা, জয় জিৎ, আকিব খান, আফরিন সুমি, মাহামুদা আক্তার শিউলী, সাখাওয়াত হোসেন, রথীন বালা, মাসুম বিশ্বাস ও মিথিলা আক্তার। কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মহিউদ্দিনকে উপদেষ্টা ও অধ্যাপক মালেকা আক্তার বানুকে মডারেটর করা হয়েছে।

নতুন কমিটি নিয়ে সভাপতি শুভ পাল জয় বলেন, ক্লাবটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষার্থীরা যেন জব সেক্টরে গিয়ে দক্ষতার জন্য সমস্যায় না পড়ে, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্লাবটি করা। 

সাধারণ সম্পাদক তৌহিদা রশ্মি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ সাধন করা আমাদের প্রধান উদ্দেশ্য। ১৩ টি স্কিল ডেভেলপমেন্টের কার্যক্রম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। শুধুমাত্র স্কিল চর্চায় নয়, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কার্যক্রমে যেভাবে ব্যবহার করতে পারি সেভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব। সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে ক্লাবটিকে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে চাই বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ